ইসলামপুরঃ গাড়ি হাইজ্যাকের কান্ডে তুমুল উত্তেজনা এলাকাজুরে।।
ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড থেকে ভাড়া করা গাড়ি আজ সন্ধ্যায় হাইজ্যাকের চেষ্টা চালায় বলে অভিযোগ।
অভিযোগ রিয়াজুল ইসলাম নামে এক চালককে গাড়ির ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। সুত্রের খবর গাড়ি হাইজ্যাকের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা ওই গাড়িটি ভাড়া করেছিল।।
দুস্কৃতিরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে ইসলামপুরের বাবুপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে।।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ব্যক্তিদের নাম ফজলু ও জয়নাল। তাদেরকে ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বাসিন্দারা।।
অন্যদিকে গুরুতর আহত চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।।
