Khabar Aajkal

ইসলামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা , মৃত ৩
Spread the love

ইসলামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা , মৃত ৩

ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩ । ঘটনাটি ঘটে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন তুঁত বাগান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ।

পুলিশ সূত্র অনুযায়ী, এই মৃত তিন জন হলেন – অয়ন চন্দ(৪৫), রাহুল ঘোষ(২৯) এবং জয়গোপাল দত্ত(৩০)। এদের মধ্যে একজন ছিলেন ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপির ইসলামপুর টাউন কমিটির সদস্য।

জানা গিয়েছে, এই মৃত তিন ব্যক্তি যে গাড়িটিতে ছিলেন তার গতি যথেষ্ট বেশি ছিল। এমন সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে উলটোদিক থেকে আসা ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির। সংঘর্ষের জেরে গাড়িটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির ভেতরেই তিনজন প্রাণ হারান। যদিও ঘটনার পর থেকেই নিখোঁজ গাড়ির চালক।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। তারা মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ইতি মধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানান তারা ৷


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉