ইসলামপুর: আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই।।
নির্বাচনের আগে ফের গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যাক্তি। গতকাল রাতে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় এলাকায়। সেই সময়ই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয় দুই ব্যক্তি।।
রামগঞ্জ ফাড়ির পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আজমল রেজা এবং রেজাবাবু। দুজনেই চোপড়ার বাসিন্দা।।
গতকাল রাতে ধৃতদের কাছ থেকে একটি ৯এমএম পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।।
এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।