Khabar Aajkal

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন ডা. সন্দীপ কুমার সেনগুপ্তঃ “ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে অযথা আতঙ্ক নয়”
Spread the love

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন ডাক্তার সন্দীপ কুমার সেনগুপ্তঃ “ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না”।।

শিলিগুড়ি প্রধাননগরের এক মহিলা করোনা আক্রান্তের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে গত শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। তারপর কর্তব্যরত চিকিৎসকেরা বিভিন্ন নমুআ পরিক্ষার মাধ্যমে বলেন সেই মহিলা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই উনার অস্ত্রপচার সফল হয়। এবং তারপর সেই মহিলাকে সিসিইউতেও রাখা হয়েচে বলে হাসপাতাল সুত্রে খবর।।

যদিও সেই মহিলার চোখ ও মুখের কিছু অংশ বাদ দিতে হয়েছে। তবে মহিলা সুস্থ হয়ে গেলেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে আবার আগের অবস্থায় ফিরে পাবেন বলে জানা গিয়েছে।।

এই হিসেবেই আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ কুমার সেনগুপ্ত বলেন, “অযথা আতঙ্ক নয়”।।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉