কলকাতাঃ আত্মহত্যা নাকি খুন! সন্দেহের দানা বেঁধেছে বিশাল। একই পরিবারের ৩ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।।
আজ সাত সকালে কলকাতা শহরে রহস্যমৃত্যুর ঘটনা। একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার, বাবা, মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ।
কলকাতা শহরের জোকারের মণ্ডলপাড়ার এই ঘটনা। স্থানীয় সুত্রে জানা যায়, সকাল থেকেই ওই বাড়ি থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের সন্দেহ হলে তারা ডাকাডাকির শুরু করে, তবুও কোনো সাড়া না পাওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেন।।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের নাম চন্দ্রব্রত মণ্ডল (৫০), মায়ারানি মণ্ডল (৪৫) ও সুপ্রিয় মণ্ডল (২৮)।।
তবে এই রহস্যময় মৃত্যু আত্মহত্যা নাকি খুন? তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে তাঁদের ঝুলিয়ে দেওয়া হতে পারে।।
যদিও পুলিশ মৃত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।।
পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে যে এলাকার কারো সাথে তাদের শত্রুতা ছিল কিনা। যদিও এখনও পর্যন্ত স্থানীয়রা এই বিষয়ে সন্দেহজনক কোনো কিছুই জানায়নি।।
তিন জনের মোবাইল ফোনের কললিস্ট খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারীরা। শেষবার কাদের সঙ্গে কথা হয়েছিল পরিবারের তিন জনের তাদের ডেকে জেরা করা হতে পারে বলে পুলিশ জানিয়েছেন।।
ঘটনাটি যে আত্মহত্যার ঘটনা তা ২০% ও মনে করছেনা পুলিশ।।
আজ সকালের এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে শহরজুরে।।