কমরেড রাধা ছেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কমরেড নেতৃত্বদের মধ্যে।।
সিপিআইএম -এর দার্জিলিং জেলার নেত্রী তথা সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী, কমরেড রাধা ছেত্রী আজ বিকাল ৫ টায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোটা কমরেড নেতৃত্বের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়।।