Khabar Aajkal

করণদিঘীর রসাখোয়াতে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার।।
Spread the love

করণদিঘীতে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে এক যুবকের পচাগলা দেহ পাওয়া গেছে। রবিবার বিকেলে ওই গ্রামের এক ভুট্টা ক্ষেত্রে থেকে এই দেহ উদ্ধার করা হয়েছে। যদিও, যুবকটির পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গিয়েছে, এদিন বিকেলে ভুট্টা ক্ষেতে ভুট্টা কাটতে গিয়ে গ্রামবাসীরা পচা-গলা দেহ দেখতে পায়। তবে পরিচয় অজ্ঞাতই থেকে যায়। যদিও অনুমান করা হচ্ছে মৃতের বয়স ৩৫ বছরের আশেপাশে।

যদিও, খবরটি করণদীঘি থানার পুলিশ জানতে পেরে সত্ত্বর সেই স্থানে উপস্থিত হয়। তারা মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। করণদিঘী থানার আইসি সঞ্জীব সেনাপতি জানিয়েছেন, ‘সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত করছে।‘


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉