করনদিঘীঃ চারদামালি মোড়ে বিজেপির কর্মীসভার আয়োজন করা হল।।
সামনেই ২০২১শের বিধানসভা নির্বাচন। যা নিয়ে রাজনৈতিক মহলে বিশাল তোরজোর লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই বিভিন্ন কর্মসূচি বহুদিন যাবতই শুরু হয়েছে। তার মাঝে এইবার বেশী চোখে পড়ছে দলবদল কর্মসূচি। যা নিয়ে দলগুলি আয়োজন করছে কর্মীসভার।।
আজ উত্তরদিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার চারদামালি মোড়ে বিজেপির কর্মীসভার আয়োজন করা হয়। বিজেপি দল সুত্রে জানায়, 2021 এর নির্বাচন সামনে আসছে, সেই কারনেই বিভিন্ন কর্মসূচির আলোচনা করে কর্মীসভা করছে বিজেপি কর্মীরা। কর্মীসভার মাধ্যমে নিজেদের বার্তা জনগনকে দিলেন বিজেপির কর্মীরা।।
ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন সত্য নারায়ণ সিংহ, অজয় সিংহ, আপিল সিংহ সহ আরো অনেক বিজেপি কর্মীরা ছিলেন।।