Khabar Aajkal

করনদিঘীঃ টুঙ্গিদিঘী বাসট্যান্ডে 100 বোতল ফেন্সিডিল ও প্রায় 15 লক্ষ টাকা সহ গ্রেপ্তার দুই ব্যক্তি।।
Spread the love

করনদিঘীঃ টুঙ্গিদিঘী বাসট্যান্ডে 100 বোতল ফেন্সিডিল ও প্রায় 15 লক্ষ টাকা সহ গ্রেপ্তার দুই ব্যক্তি।।

গোপন সুত্রে খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যে নাগাদ উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের অন্তর্গত টুঙ্গিদিঘী বাসট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেই হাতে নাতে মেলে সাফল্য। করনদিঘী থানার আইসি ও একাধিক পুলিশ ব্যাটেলিয়ান সেই এলাকার থেকে একশো বোতল ফেন্সিডিল ও 14 লাখ 43 হাজার 870 টাকা সহ দুইব্যাক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সুত্রে জানা যায় অভিযুক্তদের নাম রবিউল ইসলাম বাড়ি কবর গাড়ি কামাত এলাকায় ও আরেকজনের নাম মোবারক সেখ বাড়ি কালিয়াচক এলাকায়। পুলিশ তাদের গাড়িটিও আটক করেছে। পুলিশ জানিয়েছে যে বহুদিন যাবত এই এলাকায় ঘুরে ঘুরে তারা এই ব্যাবসা চালিয়ে যাচ্ছে। গতকাল তাদের পুলিশি হেপাজতে রেখে আজ তাদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। এবং এই চক্রে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।।


Spread the love
author

Related Articles