করনদিঘীঃ পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করলেন ভিলেজ পুলিশ।।
উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার অন্তর্গত লাহুতারা ২ নং গ্রামপঞ্চায়েতের বাসিন্দা তরনি কান্ত সিংহ এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। তিনি ভিলেজ পুলিশ পদে কর্মরত ছিলেন।।
স্থানীয় সুত্রে জানা যায়, তারনিবাবুর বালিচোর এলাকায় একটি মুদিখানার দোকান ছিল। পারিবারিক অশান্তির জেরে দোকানের ভেতরেই গলায় ফাঁস লাগান তিনি।।
খবর পেয়ে করনদিঘী থানার পুলিশ এসে তাকে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর পুলিশ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।।
করনদিঘী থানার আইসি সঞ্জীব সেনাপতি এই বিষয়ে জানান, পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেয়।।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।।