উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বিপ্লবী সংঘের কালিপূজোর উদ্বোধন করা হল। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলন ব্লক প্রশাসন আধিকারিকরা। বিপ্লবী সংঘের কালি পূজার সভাপতি গৌতম পাল বলেন প্রতিবছরের মতো এবছর শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। চন্দননগর লাইট লাগানো হয়েছে মন্ডপ জুরে। করোণা ভাইরাসের সময়ে যথাযথ পোটোকল মেনেই পূজা মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মাস্ক, সেনিটাইজার থাকছে মন্ডপের সামনেই। তবে হাইকোর্ট নিয়ম মেনে এবছর বাজি ফোটানো বন্ধ রয়েছে। শ্যামা পূজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘী ব্লক বিডিও বিজয় মোক্তান, সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুজ্জামান ও উওর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি গৌতম পাল মহাশয়।।

You can share this post!

author