করনদিঘীঃ বিয়ের ১০ দিনের মধ্যে বাপের বাড়িতে এসে আত্মঘাতী গৃহবধূ।।
উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের মহেশপুর সংলগ্ন সৈয়দপুর গ্রামে গতকাল এই ঘটনা ঘটে।।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম নুরবানু বেগম(১৯)। গত ১০ দিন আগেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের হরিহর পাড়ার যুবক তৌহিদুর রহমানের সাথে বিয়ে হয়েছিল তাঁর।।
কিন্তু বিয়ের ১০ দিনের মাথায় এমন এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুরে।।
পরিবার সুত্রে জানা যায়, বিয়ের পর প্রথম বাবার বাড়িতে এসেছিল সে। আর তার মাঝেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার কারন বুঝে উঠতে নারাজ পরিবারের বাকি সদস্যরা।।
যদিও মৃতার পরিবার সুত্রে জানা যায়, দুই পরিবারের মধ্যে কোনো অশান্তি ছিল না।।
এই ঘটনার পর মৃতার মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।
