Khabar Aajkal

করোনায় আক্রান্ত ক্যাটরিনা কাইফ।।
Spread the love

করোনায় আক্রান্ত ক্যাটরিনা কাইফ।।

ফের অভিনয় জগতে কর্নার প্রকোপ। একের পর এক অভিনেতা-অভিনেত্রীর পর এবার করোনায় আক্রান্ত হন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে একথা জানান।।

পাশাপাশি তিনি জানান ডাক্তারের পরামর্শ মেনে তিনি বাড়িতে আইসোলেশনে আপাতত রয়েছেন। এবং তার সংস্পর্শে যারা এসেছেন তাদের কে করোনা টেস্ট করিয়ে নেওয়ার আবেদন জানান তিনি।।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles