Khabar Aajkal

করোনা যুদ্ধে এবার ভারতের পাশে চিন
Spread the love

করোনা যুদ্ধে এবার ভারতের পাশে চিন

করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ালো চিন। ভারতের করোনার যুদ্ধে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল চিনের প্রেসিডেন্ট সি জিংপিং। এদিন বার্তার মাধ্যমে নরেন্দ্র মোদীকে এমনটাই জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট।

এই সপ্তাহেই বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই চিঠি লেখেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে৷ সেই চিঠিতে ভারতের পাশে দাঁড়ানোর কথা বলে তিনি বলেছেন, ‘করোনা ভাইরাস মানবতার শত্রু৷ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে৷’

প্রসঙ্গত,২০১৯ সালে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে চিনে এবং তারপরই তা ছড়িয়ে পড়ে সমগ্ৰ বিশ্বে। এরপরই ভারত তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিনের সঙ্গে। এই অবস্থায় করোনার আতুরঘর চিনের সাহায্য ভারত নেবে কী না তাই আলোচনার বিষয়।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉