কলকাতা: বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এর বাংলা সফর।
ব্রিগেড সমাবেশ দেখে চোখ কপালে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।।
বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে দলকে আরও মজবুত করতে এবার একটু আলাদা লড়ার সিদ্ধান্ত নিল বিজেপি। সেই লড়াই শুরু আগামী ৭ মার্চ অর্থাৎ রবিবার। এবার মোদীর বিগ্রেড শুরু।
প্রসঙ্গত, আগামী ২ তারিখ রাজ্যে আসার কথা ছিল অমিত শা এর। কলকাতার বেশ কিছু জায়গায় মিছিল সহ মালদার একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তার। এবং পরবর্তন যাত্রার রথেরও সমাপ্তি ছিল। তবে আজ শেষমুহূর্তে তা বাতিল হয়ে গেল। মোদির ব্রিগেডকেই এখন সফল করার আসা বিজেপি নেতৃত্বদের।।
