কলকাতা: শুভেন্দুবাবু সহ আরও ২৫জন পাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা।।
নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি সুত্রের ভিত্তিতে জানা যায় আরও ২৫ জন রাজনৈতিক নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি চলছে।।
২৫ জনের মধ্যে শুভেন্দু অধিকারীকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। ৪ জনকে ‘ওয়াই প্লাস’, ১০ জনকে ‘ওয়াই’ ক্যাটাগরি, ৬ জনকে ‘এক্স’ ক্যাটাগরির সিআইএসএফ নিরাপত্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিজেপি সাংসদ জন বারলা ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন।।
উল্লেখ্য মন্ত্রী থাকাকালীন তিনি রাজ্য সরকারের তরফে ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তবে পদ ছাড়ার পর সেই নিরাপত্তা ছেড়েছেন শুভেন্দুবাবু। সেই কারনে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।।
