কলকাতা: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।।
সমস্ত রিপোর্ট সন্তোষজনক হওয়ায় আজ সৌরভ গাঙ্গুলিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।।
গতকাল সৌরভ গাঙ্গুলিকে দেখতে কলকাতায় আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সৌরভের মেডিকেল রেকর্ড খতিয়ে দেখেন তিনি।।
সৌরভকে দেখে আসার পর দেবী শেঠি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সৌরভের হৃদযন্ত্রের কোনও ক্ষতি হয়নি। ২০ বছরের যুবকের মতোই তাঁর হৃদযন্ত্র রয়েছে। সৌরভের জীবনযাপনের ধরনও পরিবর্তন করার দরকার পড়বে না।।
তবে আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও এখন আপাতত সৌরভবাবুকে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। বাইরে বেরোনো চলবে না। তবে বাড়ি থেকেই কাজ করতে বাধা নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।।
