Khabar Aajkal

কাবুলে বিস্ফোরণে নিহত ৫৮
Spread the love

কাবুলে বিস্ফোরণে নিহত ৫৮

কাবুল: শনিবার কাবুলে স্কুল থেকে ফেরার পথে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল সাত-আটজন ছাত্রী সহ ৫৮ জনের।

শনিবার কাবুলের দস্ত-এ-বারচি অঞ্চলে সৈয়দ উল শুহাদা স্কুলের সামনে বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের প্রবেশদ্বারের সামনেই গাড়িটি রাখা ছিল। সদ্য ছুটি হওয়ায় পড়ুয়ারা স্কুল থেকে বের হয়। সেইসময় বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৫০ জন। তাঁদের মধ্যেও বেশির ভাগই ছাত্রী।আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত আহতরা কাবুলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। নিহতদের শনাক্তকরণে উদ্যোগী হয় প্রশাসন। গতকালও স্কুলের সামনে দেওয়ালে টাঙানো তালিকায় প্রিয়জনের নাম খুঁজতে থাকেন অনেকে। ইতিমধ্যে কাবুল প্রশাসনের তরফে ঘটনার তদন্ত চলছে।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉