কোচবিহার: ৯৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার বাবা ও ছেলে।।
কোতোয়ালি থানার পুলিশের অভিযানে আসামে পাচারের আগেই উদ্ধার হয় প্রায় ৯৪ কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। পুলিশ সুত্রে জানা যায় ধৃত ব্যক্তিরা মাঘপালার বাসিন্দা সঞ্জিত বর্মন ও তাঁর ছেলে কমলাকান্ত বর্মন। দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় গতকাল গভীর রাতে মোটরবাইকে করে প্রায় ৯৪ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন তাঁরা।।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুঙশুঙি বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে দুটি মোটরবাইক সহ দুজনকেই গ্রেপ্তার করে।।
