কলকাতা: কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দিল সিবিআই।।
কয়লাকান্ডের তদন্ত করতে দিয়ে তদন্তকারীদের হাতে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তদন্তকারীদের তথ্যানুসারে, বিনয় মিশ্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ থাকার উদ্দেশ্যেই এই নোটিশ। সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, আগামী সপ্তাহের মধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে এই নোটিশে। অভিষেকের স্ত্রী ও শ্যালিকাকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।।
আজ সিবিআই এর আধিকারিকরা অর্থ্যাৎ যারা এই কয়লাকান্ডের জন্য তদন্ত চালাচ্ছে সেই চার পাঁচ জনের একটি টিম এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৮/ A ‘শান্তিনিকেতন’ বাড়িতে নোটিশ দেওয়ার উদ্দেশ্যে আসেন।।
পাশাপাশি কলকাতা পুলিশের সাদা পোশাকের পুলিশ বাহিনী ঘিরে রয়েছে গোটা বাড়িটিকে।।
কয়লাকান্ডের তদন্তের ভিত্তিতেই উঠে এসেছে তৃণমূল যুব কংগ্রেস নেতা বিনয় মিশ্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এখনও পর্যন্ত বিনয় মিশ্রের ব্যাপারে কিছুই জানতে পারেনি সিবিআই। বিনয়বাবুর সম্পর্কে খোঁজ খবর নিতেই সিবিআই-এর এই নোটিশ বলেই জানতে পারা যাচ্ছে।।
তবে এই কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িত বলে সুত্রের খবর। আজ শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশাপাশি সূত্রের খবর, আজ কালীঘাটের বাড়িতে গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও নোটিস দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশপাশি, রুজিরার বোনকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।।