গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন্দ্র দত্তের।।
নিশিগঞ্জঃ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন্দ্র দত্তের।।
গতকাল রাত দু’টা নাগাদ নিশিগঞ্জে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। নরেন্দ্র বাবুর বতর্মান বয়স ছিল ৩৪। সম্প্রতি কিছুদিন আগেই নরেন্দ্রবাবু তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার মুখপাত্র হিসাবে দায়িত্ব পান।।
পুলিশ সূত্রে জানা যায় কোতোয়ালি থানার ফলিমারি পেট্রোল পাম্প এলাকার একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা খায় গাড়িটি। সুত্রের খবর নরেন্দ্রবাবুর সঙ্গে গাড়িতে আরও দুজন ব্যক্তি ছিলেন। তাঁরা প্রত্যেকেই একটি ছোট গাড়িতে করে মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিলেন।
ঘটনার খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ তিনজনকেই উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তন্ময় অধিকারী জানান, স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই নরেন্দ্রবাবুর মৃত্যু হয়েছে। মাথায় সহ শরীরের বেশকিছু জায়গায় আঘাত ছিল তার। বাকি দুজন ও গুরুতর জখম। পুলিশ জানিয়েছেন তারা দুজন ছিল ছাত্র পরিষদের কর্মী সম্রাট বর্মন (২৬) ও শুভজিৎ রায় (২৪)। প্রাথমিক চিকিৎসার পর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে তাদের দুজনকে রেফার করা হয়।
অন্যদিকে দুর্ঘটনার পরই গোটা নিশিগঞ্জ এলাকা শোকাহত হয়ে পরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রবাবুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।।
