চালসা: বোল্ডার পড়ে মৃত্যু ১৪ জনের।।
ধূপগুড়ি-ময়নাগুড়ির জাতীয় সড়কে একটি ট্রাক ওভারলোডেড হয়ে যাওয়ার পথে বোল্ডার ভর্তি সেই ট্রাক থেকে বোল্ডার পড়ে মৃত্যু হল ১৪ জনের।।
স্থানীয়রা জানান, নদী থেকে বোল্ডার লোড করে ডাম্পার কিংবা ট্রাকগুলি চালসার বাতাবাড়ি হয়ে জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়া আসা করে।।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় না। প্রতিদিন এইভাবে ভর্তি করে নিয়ে যাওয়া হলেও আজ বেশ কয়েকজনের মৃত্যু হয়।।
যদিও, মেটেলি টানার ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।