চোপড়া: একইসাথে দুটি চুরির ঘটনায় বিশাল চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়।।
ঘটনাটি ঘটেছে, চোপড়া থানার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায়। দোকানের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা নগদ টাকা সহ কাগজপত্র ও কিছু জিনিস নিয়ে চম্পট দেয়। এবিষয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।।
আবার অন্যদিকে আরেকটি দোকানে চুরির অভিযোগ রয়েছে। যেই কারনে বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়ে।।
দোকানদারের সুত্রে জানা যায়, তাদের মুদিখানা ও বিস্কুটের এজেন্সি রয়েছে। দুষ্কৃতীরা সম্ভবত গভীর রাতে বাড়ির সিড়ি দিয়ে দোকানে গিয়ে এই কাজ করেছে। নগদ টাকা সহ মূল্যবান বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।।
