ছোটগাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু তিনব্যাক্তির।।
গাজোলঃ গতকাল রাত নটা নাগাদ গাজোলের বিশশাহজাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জামতলার কাছে ৫১২ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে।।
মর্মান্তিক দুঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। খবর পেয়ে গাজোল থানার পুলিশ এসে মৃতদেহ তিনটি উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠায়।।
স্থানীয় সুত্রে জানা যায়, ছোটগাড়িটি গাজোলের দিক থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল। এবং উল্টোদিক থেকে আসছিল মোটর বাইক। বাইকে তিনজন আরোহী ছিলেন। সেই সময়ই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের জেরে মোটর বাইকের ৩ জন আরোহী ছিটকে পড়েন। ছোটগাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিন বাইক আরোহী।।
দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং ছোটগাড়ি আটক করেছে গাজোল থানার পুলিশ। তবে ঘটনার পরই ছোট গাড়ির চালক পলাতক। তবে মৃতদের পরিচয় এখনও অজানা।।
