Khabar Aajkal

জমায়েত এড়াতে মালদা শহরের ঈদগাহ ময়দানে নমাজ পাঠ বন্ধের সিদ্ধান্ত।
Spread the love

জমায়েত এড়াতে মালদা শহরের ঈদগাহ ময়দানে নমাজ পাঠ বন্ধের সিদ্ধান্ত।

করোনা সংক্রমনের আকার দিন দিন যেই ভাবে ভয়াবহ হয়ে চলেছে, তাতে একের পর এক সিদ্ধান্ত গ্রহন করা হচ্ছে। এবার মুসলিম ধর্মপ্রাণ মানুষের জমায়েত এড়াতে গত বছরের মতো এই বছরেও ইদগাহ ময়দান গুলিতে নমাজ পাঠ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালদা জেলার ইদগাহ কমিটিগুলি।।

তার পরিবর্তে নিজের বাড়ির ছাদে, উঠোনে নমাজ পাঠের কথা জানানো হয়েছে ইদগাহ কমিটিগুলির তরফে।।

মসজিদে ইদুল ফিতরের নমাজ পাঠ হলেও, ৫০ জনের বেশি জমায়েত নয়। সেখানে দফায় দফায় হতে পারে ঈদুল ফিতরের নামাজ পড়ার অনুষ্ঠান। কিন্তু অবশ্যই তা করোনা বিধি মেনে। সামাজিক দূরত্ব যেমন বজায় থাকবে, তেমনই স্যানিটাইজ করে মসজিদের ভেতরে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন ইদগাহ কমিটিগুলি।।

এ ব্যাপারে মালদা শহরের মুসলিম সংগঠন অর্থাৎ এককোষী আনজুমানিয়া আকবরিয়া ইসলামিয়া মালদা শহরের মুসলিম কমিটির কোষাধ্যক্ষ সারাফাত আলি বলেন, ‘‌করোনার প্রকোপ যে হারে জেলায় বাড়ছে, সেই কথা ভেবে এবার ইদে বাড়িতে নমাজ পাঠের কথা বলা হয়েছে। মসজিদে হলেও সেখানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।’‌

রিপোর্ট – হক জাফর ইমাম। মালদা।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉