জাঁকিয়ে পড়েছে শীত। আলাদাই অনুভূতি সকলের মধ্যে।।
গতকাল থেকেই চরম শীতের দাপট। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নগামী। বছরের শুরুতে তাপমাত্রা বেশী থাকলেও গতকাল থেকে হারহিম করা ঠাণ্ডা। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে বাড়ছে ভিড়।
ঘন কুয়াশাতো রয়েইছে পাশাপাশি রীতিমতো বইছে কনকনে ঠান্ডা হাওয়া।।
দুদিন আগেই সকলের মনে এক বিশাল প্রশ্ন। এই বছরের মতো শীত কি তবে বিদায় নিল? তারই উত্তর একেবারে বুঝিয়ে দিল।।
তবে এই শীতের আমেজে উল্লাসিত শীতপ্রেমীরা। আবার অনেকের মেজাজ বেশ বিগড়ে গেছে।।
