ডালখোলাঃ রক্তাক্ত অবস্থায় প্রাক্তন সিপিআইএম নেতার মৃতদেহ উদ্ধার।।
উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর এলাকায় এক সিপিআইএম নেতার মৃতদেহ উদ্ধার। তাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। পাতনোর পেট্রোল পাম্পের পেছন থেকে উদ্ধার হয় ওই ব্যাক্তির দেহ।।
সিপিআইএম জেলা সম্পাদক অপুর্ব পালের অভিযোগ, দুস্কৃতিরা তাকে খুন করে ফেলে রেখেছে। দুস্কৃতিদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন সে।।
স্থানীয়রা জানান, তারা হঠাৎই পেট্রোল পাম্পের পেছন দিকে দেখতে পান এক ব্যক্তির রক্তাক্ত মৃত পড়ে রয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, মৃত ব্যাক্তির নাম মহম্মদ রফিক আলম (৫৫)। তিনি সিপিআইএম এর একজন বিশেষ নেতৃত্ব পদে ছিলেন।।
পুলিশ সুত্রে জানা যায়, রফিকবাবুর মাথায় আঘাতের এক বড় চিহ্ন রয়েছে।।
তবে সামনেই নির্বাচন এবং রফিকবাবু ছিলেন এক রাজনৈতিক দলের নেতৃত্ব। সেই বিষয়েই কিছুটা সন্দেহের দানা বাধছে।।
যদিও করনদিঘীর বিধায়ক মনোদেব সিনহা জানান, এই খুনের ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের অবিলম্বে খুজে বের করার।।
তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এবং প্রয়োজন হলে তদন্তকারীদের ও সাহায্য নেওয়া হতে পারে বলে পুলিশ জানিয়েছে।।