শিলিগুড়িঃ দিনে দুপুরে প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির রবীন্দ্রনগরে।।
শিলিগুড়ি পুর নিগমের ২১নম্বর ওয়ার্ডের রবিন্দ্র নগর এলাকায় আজ সকালের ঘটনা। রবিন্দ্র নগর বালিকা উচ্চবিদ্যালয় এলাকার
বাসিন্দারা মৃত ওই ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় সুত্রে জানা যায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায় নি। তাদের অনুমান তাকে কেউ কুপিয়ে হত্যা করছে। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় মৃত ব্যাক্তির পাশে থেকে একটি সাইকেল ও বাজারের ব্যাগ উদ্ধার করা হয়।২১নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা জানান যে মৃত ব্যাক্তি ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নয়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। তবে দিনে দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।।
