দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।
দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বহুদিন যাবতই চোখে পড়ছে বিভিন্ন রকমের প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা। তবে আজ সকালে এক অন্য চিত্র।।
আজ সরাসরি পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের স্কুটির পেছনে বসে বাড়ি থেকে নবান্নে যাচ্ছেন তিনি।।
আজ সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা হাজরা মোড় থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের স্কুটির পিছনে বসে রওনা দেন মুখ্যমন্ত্রী।।
সাথে লক্ষ করা গেছে তাঁর গলায় ঝোলানো রয়েছে ব্যানার। তাঁর সঙ্গে অন্য বেশ কয়েকটি বাইকে রয়েছেন নিরাপত্তা রক্ষীরা।।
যদিও এই মিছিলে চোখে পড়ল না কোনও দলীয় পতাকা। অর্থাৎ তারা বোঝাতে চাইছেন এই প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।।
মুখ্যমন্ত্রীর পদে বসে এরকম উদ্যোগকে সাধুবাদ জানায় গোটা রাজ্য। প্রায় ১৪ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে স্কুটার চড়তে দেখা গেল।।
দ্রব্যমুল্যের হার দিন দিন যেই ভাবে বাড়ছে তাতে নাজেহাল সকলে। তবে বিধানসভা ভোটের আগে এই প্রতিবাদে প্রশংসনীয় মুখ্যমন্ত্রী।।
