ধূপগুড়িঃ সবজি বিক্রেতার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।।
ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ উত্তর ডাঙ্গাপাড়া মোহর সংলগ্ন এলাকায় কাশিয়াঝোরার জলে সাইকেল সহ ওই ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।।
স্থানীয় সুত্রে জানা যায়, পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাবুল মজুমদার। তিনি পার্শ্ববর্তী সজনাপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় সবজি বিক্রেতা ছিলেন।।
পরিবার সুত্রে জানা যায়, গতকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।
