নন্দীগ্রাম: শেষ প্রচারে আজ মমতা, শুভেন্দু, অমিত ও মিঠুন চক্রবর্তী।।
এত দিনের অপেক্ষা প্রায় শেষ হওয়ার মুখে। নির্বাচনের অপেক্ষা আজকেই শেষ করতে চলেছে নন্দীগ্রাম। আর গোটা বাংলাই পাখির চোখ করে তাকিয়ে রয়েছে নন্দীগ্রামের নির্বাচন দেখতে।।
আর এতদিন এত প্রকার প্রচার, রোড শো সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে রাজনৈতিক মহল ব্যস্ত থাকলেও নন্দীগ্রামের পালা আজই চুকে যাচ্ছে। আজই নন্দীগ্রামে শেষ প্রচার।।
সেই কারনে শেষ প্রচারে নন্দীগ্রামে মুখোমুখি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সর্বভারতীয় নেতা অমিত শা, সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ শুভেন্দু অধিকারী।।