নাগরাকাটাঃ খাঁচায় আটকা পড়ল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ।।
গতকাল নাগরাকাটার ভগৎপুর চা বাগান এলাকায় একটি চিতাবাঘ ধরা পড়ে। বনদপ্তর সূত্রে জানা যায়, অনেকদিন ধরেই খাঁচা পেতে ফাঁদ করা ছিল। এতদিন ফল পাওয়া না গেলেও গতকালই মিললো সাফল্য। বনদপ্তরের কর্মীরা খবর পেয়েই খাঁচা শুদ্ধ চিতাবাঘটি নিয়ে যায়।
বনদপ্তরের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, গতকাল লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রে চিতাবাঘটিকে খাঁচা শুদ্ধই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর, আজ সেটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।।