নাগরাকাটা: ট্রেনের ধাক্কায় মৃত্যু নবম শ্রেনীর এক ছাত্রীর।।
আজ সকালে নাগরাকাটা স্টেশনে এই মর্মান্তিক দুঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় এক স্কুল ছাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি জখম আরও দুই ছাত্রী।।
রেল পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রেশমি ওরাওঁ। সে নাগরাকাটা হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।।
পুলিশ সুত্রে জানা যায়, জখম হওয়া ছাত্রীরা সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলেরই বাড়ি হিলা চাবাগানে। প্রত্যেকেই নাগরাকাটা হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
