পারিবারিক অশান্তির জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর হাতে কোঁপ।।
ফাঁসিদেওয়াঃ পারিবারিক অশান্তির জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর হাত কেটে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।।
গতকাল রাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন সৈয়েদাবাদ চা বাগানের বরালাইন এলাকায় ঘটনাটি ঘটে। তাদের অভিযোগ, রাতে স্বামী রবার্ট ইক্কা তাঁর স্ত্রী মুক্তা নাগেশিয়ার ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। ঘটনায় গৃহবধূর হাত ঝুলে যায়।।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে হঠাৎ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন। স্থানীয়রা কোনো উপায় না পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম গৃহবধূকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।।
স্থানীয় সূত্রে খবর, কয়েকমাস আগে ওই মহিলা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রবার্টকে গ্রেপ্তার করেছিল। কিছুদিন আগেই জেল খেটে সে বাড়িতে ফেরে। তারপরই আবার সেই একই কান্ড।।
অন্যদিকে ঘটনার পর থেকেই স্বামী পলাতক। তবে পুলিশ মুক্তার অভিযোগের ভিত্তিতে রবার্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। পুলিশ অভিযুক্ত স্বামীর তল্লাশি চালাচ্ছে। গৃহবধূ এখনও চিকিৎসাধীন রয়েছেন বলেই জানা যায়।।
