শিলিগুড়ি: পিকনিক থেকে ফেরার পথে তিস্তায় তলিয়ে গেল পাঁচজন।।
গতকাল কালিম্পং সড়কে এই মর্মান্তিক দুঘটনাটি ঘটে। সুত্রের খবর পিকনিক থেকে বাড়ি ফেরার পথে পাঁচজন যাত্রী নিয়ে গাড়িটি তিস্তা পড়ে যায়। পাঁচজনই তিস্তায় তলিয়ে গেছে বলে খবর। পুলিশ সুত্রে জানা যায় নিখোঁজ পাঁচজনই গরুবাথানের অম্বিয়কবস্তির বাসিন্দা।।
পুলিশ সূত্রে জানা যায়, ত্রিবেণী বা তারই পার্শ্ববর্তী এলাকা থেকে পিকনিক করে বাড়িতে ফিরছিলেন তারা। সেই সময়ই এই মর্মান্তিক দুঘটনাটি ঘটে।।
ঘটনার খবর পেতেই পুলিশ ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে। যদিও পুলিশ জানায়, তিস্তায় প্রচুর জল, যেই কারনে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।।