Khabar Aajkal

প্রয়াত অরিজিৎ সিং এর মা।।
Spread the love

প্রয়াত অরিজিৎ সিং এর মা।।

সুপার হিট বলিউড সিনেমার গায়ক অরিজিৎ সিং এর মা অদিতি সিং করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।।

সুত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ছিলেন তিনি। এছাড়াও, ডায়ালাইসিস চলছিল তার। প্রথমে জিয়াগঞ্জ থেকে বহরমপুর মাতৃসদন ও পরে কলকাতা ঢাকুরিয়ায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।।

এরপর ব্রেন স্ট্রোক এ সমস্যা আরোও বাড়তে শুরু করে। যদিও, বুধবার রাতে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর। এর পরেই শোকের ছায়া নেমে আসে অরিজিৎ সিং এর পরিবারে।।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles

Like Us on Facebook, It's Free 😉