ফাঁসিদেওয়াঃ বাস থেকে নামতেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী।।
গতকাল ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর ময়লানিজোত এলাকায় বাস থেকে নামার সময়ই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুস্কৃতি।।
স্থানীয় সুত্রে জানা যায়, ফাঁসিদেওয়ার ময়লানিজোত এলাকায় গতকাল এক ব্যক্তি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে টাকার ব্যাগ নিয়ে বাসে ওঠেন। তবে বাস থেকে নামার সময়ই দুই দুষ্কৃতী পিছন থেকে বাইকে করে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় সেখান থেকে।।
এই দুঃসাহসিক ঘটনায় ফাঁসিদেওয়া এলাকাজুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমায় এলাকায়। পুলিশকে খবর দেওয়া হলে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায়।।
পুলিশ সুত্রে জানা যায়, ময়লানিজোত এলাকার সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ এবং ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ব্যাংক এবং স্থানীয় দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন।।
বিধাননগর তদন্ত কেন্দ্রের সুত্রে জানা গিয়েছে, ব্যাংকের ভিতর থেকেই ৪ দুষ্কৃতী নজরে রেখেছিল সেই ব্যক্তিকে। এই ঘটনারখবর পেয়ে নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টর সুদীপ্ত সরকার ঘটনাস্থলে পৌঁছান এবং গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস জানান।।