ফাঁসিদেওয়াঃ রাঙ্গাপানীর রাধাজোতে দুষ্ঠদের শীত বস্ত্র বিতরণ করলেন হেল্পিং পুজা।।
শীতের দাপট মারাত্মক। সেই সময় এগিয়ে আসল পুজা মুক্তা। ফাঁসিদেওয়ার অন্তর্গত রাঙ্গাপানীর রাধাজোতে দুস্থদের শীতবস্ত্র প্রদান করলেন শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূজা মুক্তা। আজ প্রায় কয়েকশো দুস্থদের কম্বল, টুপি, সোয়েটার বিতরণ করা হয়।।
পূজা মুক্তা বলেন জাকিয়ে শীত পড়েছে। এখনো সমাজের অনেক গরিব মানুষ আছে যাদের শীত বস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই ফাঁসিদেওয়া এলাকার গরিব মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলাম। একইসঙ্গে এই এলাকার বহু মানুষ স্বাস্থ্য জনিত সমস্যায় ভুগছেন। তারা এসে আমার কাছে আবদার করলেন। এর মধ্যে এই এলাকায় এসে সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব এলাকার মানুষের সাহায্য করবো।।
প্রসঙ্গত বেশ কয়েক দিন ধরেই তিনি শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। তাতে কয়েকশো গরিব মানুষ উপকৃত হয়েছে। ভবিষ্যতেও গরিব মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেকটাই খুশি হবেন বলে জানিয়েছে তিনি।।