রাজগঞ্জঃ ফুলবাড়ির জটিয়াকালি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা।।
জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি জটিয়াকালী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটলো। যা নিয়ে এই মুহুর্তেই এলাকাজুরে বিশাল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাড়ির সকলেই সিকিমে বেড়াতে গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ ফিরে আসেন তারা। অর্থ্যাৎ দুদিনের মাথায় ফিরে এসেই দেখে ঘরের সমস্ত জিনিস ওলটপালট হয়ে রয়েছে। যে দেখেই সাথে সাথে তারা খবর দেয় নিউ জলপাইগুড়ি থানায়।।
তবে স্থানীয়রা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুই বলতে পারছেননা।।
পরিবারের লোকেরা জানিয়েছেন, কিছু টাকা সহ কিছু সোনা ঘরে রাখা ছিল। তাদের আনুমানিক অনুমান প্রায় দেড় লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে।।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করবেন বলে আশ্বাস দেন পরিবারের লোকজনকে।।