Khabar Aajkal

বসন্ত উৎসবের সকালে লাল রং এ মেতে উঠলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী অশোক ভট্টাচার্য।।
Spread the love

শিলিগুড়িঃ বসন্ত উৎসবের সকালে লাল রং এ মেতে উঠলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী অশোক ভট্টাচার্য।।

বসন্তের আমেজে সকলের মনে যে রংএর ছোঁয়া।আর সেই আমেজে মেতে উঠলেন শিলিগুড়ি বিধানলাল রং মাতালেন শিলিগুড়ির বাম কংগ্রেস মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য। আজ সকাল থেকে দোল উৎসব উপলক্ষে আবিরের ছোঁয়ায় যখন মেতেছে গোটা বাংলা, ঠিক তখনই একইভাবে রঙের উৎসবে মাতলেন অশোক বাবু।।

তিনি তার বিধানসভা কেন্দ্রে প্রচার কার্যে বেড়িয়ে রংএর খেলায় মেতে যান। দলীয় কর্মীরা তাকে লাল আবিরে রাঙিয়ে দিল। বাচ্চারাও অশোক বাবুকে রাস্তায় দেখে নানান রঙে মাতিয়ে দিলেন। শহর বাসীর কাছে প্রচারে কয়েক ধাপ এগিয়ে রয়েছেন অশোকবাবু। আর আজ এই উৎসবের মধ্যে দিয়ে প্রচার আরও এগিয়ে গেল।।


Spread the love
News cordinator and Advisor at Khabar Aajkal Siliguri

Related Articles