বাগডোগরাঃ এম এম তরাই এলাকায় পানীয় জলের প্রকল্পের শুভ উদ্বোধন করা হল।।
আজ আপার বাগডোগরার অন্তর্গত এম এম তরাই এলাকায় বিজেপি সাংসদ শ্রী রাজু বিষ্টার সহযোগিতায় পানীয় জলের প্রকল্পের শুভ সুচনা করা হল। যেই কারনে এলাকার ৬০টির ও বেশী পরিবার উপকার পাবে বলে জানা গিয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি শ্রী প্রবীন আগরওয়াল,দুই সাধারন সম্পাদক শ্রী আনন্দময় বর্মন ও শ্রী রাজু সাহা, নক্সালবাড়ি-মাটিগাড়া বিধানসভা কো – কনভেনর শ্রী শিব কুমার সাহানী,আপার বাগডোগরা মন্ডল সভানেত্রী সহ মন্ডলের অন্যান্য কর্মীরা।।
