#বাগডোগরাঃ গোঁসাইপুর এরিয়া কমিটির পক্ষ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিহার মোড়জুরে।।
বাগডোগরা গ্যাস অফিসের সামনে সিপিআইএম বাগডোগরা গোঁসাই পুর এরিয়া কমিটির পক্ষ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়। বিহার মোড় জুড়ে সিপিএম নেতা কর্মীরা এই মিছিল করেন।
আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শীতল দত্ত, যিশু দত্ত, জিতু ঠাকুর, শম্ভু কর্মকার, দীলিপ মল্লিক, দীপক ঘোষ, নগেন্দ্র নাথ মোড়ক, দীপঙ্কর দাস, পেম্বা নর্বু শেরপা, কৌশিক চক্রবর্তী ও অন্যান্যরা।
