বাগডোগরাঃ বীর বিপ্লবী ভগৎ সিং এর শহীদ দিবস উদযাপন।।
আজ D.Y.F.I. বাগডোগরা-গোঁসাইপুর লোকাল কমিটির উদ্যোগে বীর বিপ্লবী ভগৎ সিংয়ের শহীদ দিবস উদযাপন করা হল।।
D.Y.F.I. বাগডোগরা গোঁসাইপুর লোকাল কমিটি বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং এর ৯১তম শহীদ দিবস উপলক্ষ্যে তাদের দলীয় দপ্তরে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সম্পাদক দীপঙ্কর দাস, যিশু দত্ত, দীলিপ মল্লিক, দীপঙ্কর সমাদ্দার, জয়কুমার পাসোয়ান, সৌরভ দাস, অভিজিৎ রায়, গৌরব দাস, দেবাশিস গুহ সহ সংগঠনের সকল সদস্য ও সমর্থক।।