বাগডোগরাঃ লোয়ার বাগডোগরার অন্তর্গত রুপসিং থেকে বাতলাবাড়ি পযর্ন্ত অনুষ্ঠিত হল “বঙ্গধ্বনি অনুষ্ঠান”।।
২০২১ শের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন প্রকারের কর্মসূচি। পশ্চিমবঙ্গের রাজ্যসরকার মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি চলছে “বঙ্গধ্বনী অনুষ্ঠান”। এই অনুষ্ঠান ১১ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পযর্ন্ত প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের বুথে বুথে করার নির্দেশ দিয়েছেন। আজ বিভিন্ন জায়গার পাশাপাশি লোয়ার বাগডোগরাতেও পালিত হল এই অনুষ্ঠান। রুপসিং উত্তর, দক্ষিণ, বাতলাবাড়ি সহ বাউনিভীটায় এই অনুষ্ঠানের পদযাত্রা হয়। এই পদযাত্রা চলাকালীন সময়ে প্রত্যেকটি গ্রামবাসি সহ দোকানদারদের হাতে মমতা ব্যানার্জির ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড সহ ক্যালেন্ডার প্রদান করা হয়।।
আজ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন—– আনন্দ ঘোষ, প্রশান্ত দত্ত, দিলিপ ভৌমিক, মহিবুল ইসলাম, প্রবীর রায়, উৎপল ঘোষ, ভোলা ঘোষ, পাপিয়া ঘোষ, সুস্মিতা মজুমদার, তনয় তালুকদার, দিপঙ্কর ঘোষ, শম্ভু রায়, বথিন ঘোষ সহ বহু কর্মীবৃন্দরা।।
