বাগডোগরাঃ সদ্যপ্রয়াত কমরেড সুদীপ ভট্টাচার্যের উদ্দেশ্যে স্মরনসভার আয়োজন।।
সিপিআইএম নকশালবাড়ি জোনাল কমিটির প্রাক্তন সদস্য তথা সিপিআইএম পার্টির বাগডোগরা লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড সুদীপ ভট্টাচার্য গত ২৬শে জানুয়ারি প্রয়াত হন।।
প্রয়াত সুদীপবাবুর স্মৃতির উদ্দেশ্যে আজ দুপুর ২টায় সিপিআইএম বাগডোগরা গোঁসাই পুর এরিয়া কমিটির দ্বারা বাগডোগরা সমর মুন্সী ভবনে একটি স্মরণ সভার আয়োজন করা হয়।
আজ এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পার্টির দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার, পার্টির জেলা কমিটির সদস্য পার্থ মৈত্র, পরিমল ভৌমিক, এছাড়াও বাগডোগরা এলাকার প্রবীণ নেতৃত্ব অরুণ সরকার, রত্না চক্রবর্তী, গয়ানাথ সিংহ, মোহিনী মোহন সিনহা, নরবু শেরপা, দীপক দেবনাথ, উমা সূত্রধর, রমা ঘোষ। স্মরণ সভায় সভাপিত্ব করেন পার্টির এরিয়া কমিটির সদস্য মোহনলাল বোস, স্মৃতি চরণা করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক শীতল দত্ত, আর.এস.পি. দলের পক্ষে অনুপ মিত্র, এ.আই.ডি.এফ এর পক্ষে রাজেন্দর মল্লিক। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নগেন্দ্র নাথ মোদক, বন্দনা সাহা সহ মহিলা নেত্রী শিবানী দাশগুপ্ত, যুব নেতৃত্ব ও দলের সকল এরিয়া কমিটির সদস্য, সমর্থকরা।।