বীরপাড়াঃ সিংহানিয়া চা বাগানে খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ।।
গতকাল সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত সিংহানিয়া চা বাগানে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে।।
স্থানীয়রা বলেন, হাতির হানা তো নিত্যদিনের ব্যাপার হয়েই উঠেছিল। সাথে এখন মাঝে মাঝেই বাঘের হানা। কিছুদিন আগেও মাদারিহাটে বাঘের হানায় মৃত্যু হয় কয়েকজন ব্যক্তির।।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কিছুদিন পরপরই বাঘের এই হানাকে ঠেকাতে খাঁচা পাতা হয়েছে। সুত্রের খবর পুরুষ চিতাবাঘটির বয়স আনুমানিক ৮ বছর।