ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

গতকাল বিকেলে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার নিজের টুইটার একাউন্ট থেকে টুইট করে জানান তিনি করোনা পজিটিভ।
টুইট করে তিনি জানান, কোঢিকোড়ে সরকারি মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন থাকবেন ৷ এবং পাশাপাশি যাঁরা তার সংস্পর্শে এসেছিলেন তাঁদের সকলকেই সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।।
যদিও জানা যায়, গত ৩ মার্চ এ তিনি করোনার প্রথম ভ্যাকসিন নিয়েছিলেন।।