বাগডোগরাঃ মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন জায়গার পাশাপাশি লোয়ার বাগডোগরাতেও শুরু হল “দুয়ারে সরকার”।।
লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অনুষ্টিত হলো “দুয়ারে সরকার”। বিভিন্ন সরকারি প্রকল্পের সমন্ধে জানতে এখন ব্লক অফিস কিংবা কোনো বিশেষ জায়গায় না গিয়ে নিজ নিজ এলাকায় করা হবে। এই কর্মসূচি আজ অর্থ্যাৎ ১লা ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি পযর্ন্ত চলবে। যেহেতু সকলের নিজস্ব নিকটবর্তী স্থানে এই কর্মসূচিটি চালু হয়েছে, সেই কারনে এই কর্মসূচির নাম দেওয়া হয় “দুয়ারে সরকার”। সরকারি বিভিন্ন প্রকল্প যেমন, খাদ্যসাথী, একশো দিনের কাজ, জয় জোহার, কন্যাশ্রী,রূপশ্রী, স্বাথ্যসাথী, তপশীলী বেশ কয়েকটি প্রকল্প নিয়ে এই কর্মসূচি।।
