মাটিগাড়াঃ লক্ষাধিক টাকার শালকাঠ সহ গ্রেপ্তার এক ব্যক্তি।।
বৈকুণ্ঠপুর বনবিভাগের শারুগারা রেঞ্জের উদ্যোগে ৫ লক্ষ টাকার শালকাঠ উদ্ধার করা হয়।।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৈকুণ্ঠপুর বনবিভাগের শারুগারা রেঞ্জের বনকর্মী সহ আধিকারিকেরা অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার শালকাঠ উদ্ধার করে। এবং ঘটনায় জড়িত থাকার উদ্দেশ্যে ১ ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।।
পুলিশ সুত্রে খবর, ধৃতের নাম শেখর সাহা। সে ফাঁসিদেওয়া এলাকার বাসিন্দা।।
বনদপ্তর সূত্রে জানা যায়, সুকনা থেকে বিহারে এই প্রচুর পরিমান শালকাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গোপন সুত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির অন্তর্গত মাটিগাড়া বালাসন ব্রীজের সামনে হাতে নাতে ধরে পাচারের ছক বানচাল করে দেয় বনকর্মীরা।।
গাড়িটিকে আটক করে ২০০ সেপটি কাঠ উদ্ধার হয় বলে বনদপ্তর সুত্রে জানা যায়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বৈকুণ্ঠপুর বনবিভাগের শারুগারা রেঞ্জের বনদপ্তর।।