মালদাঃ অবৈধ সম্পর্কের জেরে খুন হল এক যুবক।।
যুবকের মৃতদেহ দেহ উদ্ধারের পর বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিল মৃত যুবকের দলবল বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি।।
সোমবার সকালে এই ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার রসিলাদহ গ্ৰামে। খোয়া গেছে নগদ টাকা ও সোনা রুপোর গয়না। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন দমকল কর্মীরা।।
অভিযোগ সোমবার সকালে স্থানীয় এক বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার হয় মালদা থানার ঘোষপাড়ার এক যুবক লক্ষন ঘোষের মৃতদেহ। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকায়। মৃত যুবকের স্ত্রীর অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে তার স্বামীকে। সোমবার সকালে তার দেহ উদ্ধার হয় স্থানীয় এক মহিলার বাড়ি থেকে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।।
এদিকে এ ঘটনার পরই অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও তাদের দাবি এই ঘটনা প্রসঙ্গে তারা কিছুই জানেনা অথচ তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।।
রিপোর্ট – হক জাফর ইমাম। মালদা।